Ghantakhanek Sange Suman: সুপ্রিম কোর্টে বাতিল SSC-র প্রায় ২৬ হাজার চাকরি। "বৃহত্তর পরিসরে জালিয়াতি, ধামাচাপা দিতে গিয়ে অপূরণীয়ভাবে কলুষিত নিয়োগপ্রক্রিয়া। ২০১৬-র পুরো প্যানেল বাতিল করে বললেন প্রধান বিচারপতি। বিপর্যয়ের দায় বিজেপি-সিপিএমের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব কংগ্রেস-সিপিএম, গ্রেফতারি চান শুভেন্দু অধিকারী। বাড়িতে বাচ্চা, বয়স্ক বাবা-মা, মাথায় EMI-এর বোঝা, চাকরি হারিয়ে হাহাকার যোগ্যদের। রাজ্য মন্ত্রিসভার ভূমিকায় CBI তদন্ত নিয়ে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ? অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে মঙ্গলবার কী বলবে সুপ্রিম কোর্ট? সুপ্রিম-কোর্টে শুনানির আগের দিনই চাকরিহারাদের সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।